UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চোট নিয়ে কী বললেন মেসি?

pial
নভেম্বর ২৭, ২০২২ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : লিওনেল মেসি নিজের বাক্স ফুটবল মাঠে খুলে দেখিয়েছেন আরও একবার। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে প্রয়োজনের সময় গোল করে ও করিয়ে আর্জেন্টিনাকে আনন্দে ভাসিয়েছেন তিনি সবাইকে। অথচ মেক্সিকো ম্যাচের আগে তার চোট শঙ্কার কথা ছড়ানো হয়েছে। তখন যা উড়িয়ে দেন কোচ লিওনেল স্কালোনি। এবার মেসি নিজেই স্পষ্ট করে বললেন যে, তার কোনো চোট সমস্যা নেই।

ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি বলেন, ‘আমি জানি না, কেন এতো কথা বলা হয়। আমার গোড়ালির চোট নিয়ে কথা হচ্ছিল, গোড়ালিতে কোনো সমস্যা নেই।’

তিনি বলেন, ‘প্রায় শেষের দিকে আমার গোড়ালি মচকে গিয়েছিল। উদ্দেশ্যমূলকভাবে এটা নিয়ে পুরো সপ্তাহ ধরে আলোচনা হয়েছে, তবে তেমন কিছুই ছিল না। প্রথম ম্যাচের শেষের দিকে পা মচকে গিয়েছিল, আমি ভালো ছিলাম। তার পরে আমি একা একা, দলের সাথে সমানভাবে অনুশীলন করি।’
আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

(ঊষার আলো-এফএসপি)