UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ছয় বছরের সোহাগও চলে গেল, শেষ হলো সবার লড়াই

usharalodesk
মে ২২, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাভারের আশুলিয়ায় একটি অনুমোদনহীন সিলিন্ডার মজুদ ও রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু সোহাগের (৬) মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে চারজনেরই মৃত্যু হলো।

আজ (সোমবার) সকাল পৌনে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এসএম আইউব হোসেন। তিনি বলেন, সাভারের আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ গত ১৩ তারিখে আমাদের এখানে চারজন এসেছিল। আজ ভোরে শিশু সোহাগ চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায়। তার শরীরের ২০ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় দগ্ধ চারজনই মারা গেলেন। এর আগে শরিফুল ইসলাম ,নুরনবী ও বিল্লাল  চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

উল্লেখ্য,শনিবার (১৩ মে) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন তেঁতুলতলা এলাকার বিল্লালের কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঊষার আলো-এসএ