UsharAlo logo
বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতাকে মারধরের প্রতিবাদে অবরুদ্ধ চবি

pial
জুন ১, ২০২২ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতাকে মারধরের প্রতিবাদে অবরুদ্ধ রাখা হয়েছে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব যোগাযোগ মাধ্যম। প্রধান বাহন শাটলের অপেক্ষায় বিভিন্ন জায়গায় প্রহর গুনছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ক্লাসের অনিশ্চয়তায় ভুগছে শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষক বাসগুলোকেও ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

জানা গেছে, বুধবার (১ জুন) ভোর রাতে ছাত্রলীগের এক নেতাকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় মারধর করে স্থানীয় ছাত্রলীগের কর্মীরা। তিনি ভিএক্স গ্রুপের সদস্য। এই ঘটনায় উপগ্রুপ ভিএক্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ চায় যাতে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

ক্লাস হওয়ার বিষয়ে সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ভোর থেকেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সবগুলো জায়গা অবরোধ করে রাখা হয়েছে। আমরা চেষ্টা করছি কিন্তু এখনো সমাধান হয়নি। আর আজ ক্লাস হওয়ার বিষয়েও কিছু বলতে পারছি না।

(ঊষার আলো-এসএইস)