UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ-পুলিশের বাধায় পণ্ড ‘লাল কার্ড’ সমাবেশ

ঊষার আলো
জানুয়ারি ১৭, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নতুন বছরের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে ইতিহাস বিকৃতি, সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু ও ট্রান্সজেন্ডারকে প্রমোট করার প্রতিবাদে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত সমাবেশ পুলিশ ও ছাত্রলীগের বাধায় পণ্ড হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় শাহবাগ চত্বরে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশ শুরুর সময় শাহবাগে অবস্থানরত পুলিশ শিক্ষার্থীদের ব্যানার ছিনিয়ে নেয়। শুরু থেকেই কর্মসূচিস্থলে উপস্থিত ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে মহড়া দেন।

সরেজমিন দেখা গেছে, লাল কার্ড সমাবেশে আয়োজকদের তাড়িয়ে দেওয়ার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। সমাবেশস্থলে কাউকে অবস্থান করতেও দেওয়া হয়নি। শিক্ষার্থীদের সরিয়ে সমাবেশস্থলে পুলিশ ও ছাত্রলীগকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

জানতে চাইলে লাল কার্ড সমাবেশের অন্যতম আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও ইসলামি ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি জামালুদ্দীন মুহাম্মদ খালিদ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগে লাল কার্ড কর্মসূচিতে অংশ নিলে পুলিশ ও ছাত্রলীগকর্মীরা আমাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে আমাদের শিক্ষার্থীদের হাতাহাতি হয়। তবে কেউ গুরুতর আহত হয়নি। পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা আমাদের ব্যানার কেড়ে নেয়।

লালকার্ড সমাবেশ নিয়ে পরবর্তী কর্মসূচি আছে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনো সিদ্ধান্ত নেইনি। পরে কর্মসূচি দেওয়া হলে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক আশ্রাফুজ্জামান বলেন, আমরা এখানে কাউকে আন্দোলন করতে দেখিনি।ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে তাদের কর্মসূচি পালন করছে, আমরা এতটুকুই জানি।

পুলিশ আন্দোলনকারীদের ব্যানার কেড়ে নিয়েছে কি-না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কিছুই হয়নি।