UsharAlo logo
রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র-জনতার ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াতের আমির

usharalodesk
আগস্ট ১১, ২০২৪ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাত্র-জনতার ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে মন্তব্য করে বলেছেন, স্বৈরাচারী সরকারবিরোধী আন্দোলনে শাহাদতবরণকারী ও আহত ছাত্র-জনতা জাতীয় বীর। ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে ছাত্র-জনতার এই ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

শনিবার দুপুরে চলমান ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলায় আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন ও পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন।

আন্দোলনে সাংবাদিকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সিলেটে একজন সাংবাদিক শহিদ হয়েছেন। সাংবাদিকরাও আমাদের অংশ। তারাও এ যুদ্ধে শরিক ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও তাদের কাজ। আমাদের চেয়ে তাদের দায়িত্ব অনেক বেশি। সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা মারা গেছেন। তাদের ত্যাগ যেন আমরা সারা জীবন মনে রাখি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ।

ঊষার আলো-এসএ