UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ছানামুখী’র জিআই স্বীকৃতি

ঊষার আলো ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার সুস্বাদু মিষ্টি ‘ছানামুখী’ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশেষভাবে তৈরি এই মিষ্টি পণ্যের সুনাম রয়েছে সারা দেশে।

ব্রাহ্মণবাড়িয়ার সুস্বাদু মিষ্টি ‘ছানামুখী’ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশেষভাবে তৈরি এই মিষ্টি পণ্যের সুনাম রয়েছে সারা দেশে।

কোনো একটি পণ্য চেনার ক্ষেত্রে জিআই স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ছানামুখী জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সূত্র: ইউএনবি

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) বিষয়টি নিশ্চিত করেছে।

একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এই স্বীকৃতি দিয়ে থাকে ডিপিডিটি।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বলেন, ‘ছানামুখী জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সরকারিভাবে ব্র্যান্ডিংয়ের আওতায় আনা হয়েছে। জেলার ব্র্যান্ডবুকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডিপিডিটি ২৪ সেপ্টেম্বর ছানামুখী জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হওয়ার বিষয়টি জেলা প্রশাসনকে নিশ্চিত করে। ডিপিডিটিতে ছানামুখী ভৌগোলিক নির্দেশক (জিআই) নম্বর ৪১।