UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের অপহরণ, গ্রেফতার মা

ঊষার আলো রিপোর্ট
মার্চ ১৭, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার রাতে মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তের মাকে গ্রেফতার করে। তাকে থানা হাজতে রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া মায়ের নাম ছখিনা বেগম (৫০)। তিনি মামলার তিন নম্বর আসামি। মামলায় প্রধান অভিযুক্ত মো. রিফাত মিয়া, তার বাবা হাবিব মিয়া, ভাই সিফাত মিয়া, বোন পারুল বেগম। এছাড়া মামলায় আরও ২ থেকে ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় বাদী অভিযোগ করেন, তার মেয়ে নানার বাড়ি সরাইলের কুট্টাপাড়ায় থেকে পড়াশুনা করে। নবম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীকে ওই এলাকার রিফাত প্রায়শই উত্যক্ত করত। বিষয়টি রিফাতের পরিবারকে জানালেও কোনো লাভ হয়নি। গত ১২ মার্চ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অজ্ঞাতনামাদের সঙ্গে নিয়ে তার মেয়েকে অপহরণ করে রিফাত।

বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী বলেন, মামলায় অভিযুক্ত হিসেবে ছখিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ঊষার আলো-এসএ