UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ছেলের সামনে বাবাকে খুন মামলায় সাবেক এমপি আউয়াল রিমান্ডে

usharalodesk
মে ২১, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্র্ট : রাজধানীর পল্লবীতে শাহিন উদ্দিন (৩৪) হত্যা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে ৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার(২১ মে) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ  করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন। গত বৃহস্পতিবার ভৈরব এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার ১ নম্বর আসামি এম এ আউয়ালকে আটক করেন র‍্যাব। এ হত্যা মামলায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

উল্লেখ্য, রবিবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত শাহিন পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডের বাসিন্দা। এঘটনায় ওইদিন রাতে নিহতের মা পল্লবী থানায় আউয়ালসহ ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

(ঊষার আলো-আরএম)