UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণ আমাদের সবচেয়ে বড় শক্তি: প্রধানমন্ত্রী

pial
অক্টোবর ১১, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণ আমাদের সব থেকে বড় শক্তি। জনগণ যতক্ষণ আমাদের পাশে রয়েছে আমাদের চিন্তার কিছুই নেই। জনগণকে উদ্ধুব্ধ করে তাদেরকে কাজে লাগাতে হবে। যেভাবে করোনা মোকাবেলা করেছি, ঠিক সেই একইভাবে, এই যুদ্ধের সময় অর্থনীতির যে মন্দা দেখা দিয়েছে, যে ভয়াবহতা দেখা দিয়েছে; এটার হতেও আমাদের দেশকে মুক্ত করতে হবে’।

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় সভাপতিত্ব করেন।

বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘চাল, ভোজ্যতেলের বাজার এখন অনেকটাই নিয়ন্ত্রণে, আমাদের মজুদ রয়েছে। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে’।
তিনি আরো বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও সরকার এর থেকে উত্তরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মূল্যস্ফীতির মধ্যে পড়েছে। আর সেখানে আমরা ছোট দেশ, আমরাও এফেক্টেড হয়েছি’।

(ঊষার আলো-এফএসপি)