UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঊষার আলো
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বরগুনার পাথরঘাটা উপজেলায় সূর্যমুখী ক্ষেতে মোটর চালিয়ে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।তার বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায়।

পরিবার ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল সরদার জানান, সাইফুল তার ফুফুর বাড়িতে নিজেদের মালিকানার জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন। সেই জমিতে বৈদ্যুতিক সেচ যন্ত্র লাগিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ