UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জর্জিয়ার প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে  নির্বাচিত হওয়ায় ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, “জর্জিয়া সরকার এবং আমার নিজের পক্ষ থেকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পুননির্বাচনের জন্যে আমাকে আন্তরিক অভিনন্দন জানাতে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব¡ পালনে সাফল্য কামনা করছি।”

 

তিনি বলেন, “আমি এটা দেখে আনন্দিত যে আমাদের দু’দেশ পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে।”

জর্জিয়ান প্রধানমন্ত্রী আরো বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে অভিন্ন স্বার্থের সকল ক্ষেত্রে বর্তমান সম্পর্ক জোরদার হতে থাকবে।”