UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

usharalodesk
সেপ্টেম্বর ২৩, ২০২১ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারাবিশ্বকে জলবায়ু পরিবর্তন রোধে এগিয়ে আসার আহ্বান জানালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

স্থানীয় সময় বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ আহ্বান জানান তিনি।

বরিস জনসন বলেন, “বিশ্ব এখন সংকটময় মুহূর্তে আছে। আমরা আমাদের আবাসস্থল ও নিজেদের যে ক্ষতি করছি, তার দায়িত্ব অবশ্যই আমাদেরকে নিতে হবে।”

জলবায়ুর পরিবর্তন রোধে আগামী নভেম্বরে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোয় সম্মেলনে বসবেন বিশ্বনেতারা। বিশ্ব জলবায়ু সম্মেলন-কপ২৬-এর আগে বিশ্বনেতাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করলেন বরিস জনসন।

এ সময় তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হবে সেটি অপূরণীয়। আমরাই এ পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তুলছি। কিন্তু এ বসবাস অনুপযোগিতা শুধু আমাদের জন্য নয়, অন্যান্য প্রাণীর জন্যও অনুপযোগী হয়ে উঠেছে পৃথিবী।”

(ঊষার আলো-এফএসপি)