আজ ২৭ ডিসেম্বর জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিস কর্তৃক খুলনা জেলার ফুলতলা উপজেলার অসহায় দরিদ্র ৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। অন্যান্য বছরের ন্যায় এবছরও জাকাত ফাউন্ডেশন কর্তৃক দেশের সবচেয়ে বেশী গরীব অসহায় মানুষ যারা শীতে গরম পোশাকের অভাবে কষ্ট পাচ্ছে তাদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে উক্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মনিটরিং ও ইভালুয়েশন ম্যানেজার জনাব মোঃ মাহবুবুল হক। ফুলতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ড. মীর মনজুর মাহমুদ, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ অফিসের প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ রেজাউল করিম, সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং সরকারের প্রশাসনিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন।
খুলনা ছাড়াও ঢাকা, ফেনী, বাগেরহাট, গোপালগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, গাইবান্ধা, রংপুর, নীলফামারী এবং কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলাতে মোট ৬,৫০০ কম্বল বিতরণ করা হবে।