UsharAlo logo
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাকের আলির অভিষেক, যেমন হলো একাদশ

usharalodesk
নভেম্বর ৯, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ। মুশফিকুর রহিম চোটের কারণে ছিটকে যাওয়ায় তার জায়গায় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে অভিষেক হয়েছে জাকের আলির।

এছাড়াও একাদশে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন এ স্পিনার। অবশেষে একাদশে সুযোগ পেয়েছেন তিনি। তাকে সুযোগ দিতে একাদশ থেকে বাদ পড়েছেন রিশাদ হোসেন। একাদশের বাকি সদস্যরা অপরিবর্তিত রয়েছেন।

এর আগে টি-টোয়েন্টি ও টেস্টে অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটার জাকেরের। এবার প্রথমবারের মতো ওয়ানডেতে মাঠে নামছেন তিনি। ১৪৯ তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হচ্ছে জাকেরের।

এর আগে শারজায় প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ২৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। যার জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১২০ রান জমা করার পর ধস নামে উইকেটে। পরের ২৩ রান তুলতে গিয়ে বাংলাদেশ হারায় বাকি ৮ উইকেট। নাটকীয়ভাবে ১৪৩ রানে অলআউট হয়ে ৯২ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকের আলি (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, গজানফর, নাঙ্গেলিয়া খারোতে, ফজল হক ফারুকী।

ঊষার আলো-এসএ