UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক আসছেন ঢাকায়

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

দুই দিনের সফরে কাল ঢাকায় আসছেন মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। সোমবার জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ২৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

সফরে  প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস,অন্যান্য উপদেষ্টাসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে  বৈঠক করার কথা রয়েছে তার।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি ভাষণ দেবেন, যেখানে তিনি সাম্প্রতিক প্রতিবাদ আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন।

এ ছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন। এ ছাড়া  সফর শেষে হাইকমিশনার আগামী বুধবার সাড়ে পাঁচটায় ঢাকায় সংবাদ সম্মেলন করবেন তিনি।