UsharAlo logo
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় পতাকাকে অবমাননা, ইসকনের দুই যুবক গ্রেপ্তার

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে জাতীয় পতাকাকে অবমাননা করায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসকনের ওই দুই সদস্যকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।

বন্দর নগরীর মোহরা এলাকার বাসিন্দা ফিরোজ খান বাদী হয়ে বুধবার রাতে কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।

ইসকনের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫ থেকে ২০ জনকে।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে বুধবার রাতে নগরী সদরঘাট এলাকা থেকে রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ নামে ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, নিউমার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে অবমাননা করার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে জানা গেছে, ২৫ অক্টোবর শুক্রবার নগরীর লালদীঘির মাঠে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সমাবেশ চলাকালে নিউমার্কেটের গোল চত্বরে একটি বাঁশ দিয়ে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগানো হয়। এই ঘটনার ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ বলা আছে, বাংলাদেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করা যাবে না।নিউমার্কেটের স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা উত্তোলনের মাধ্যমে এই বিধিমালা লঙ্ঘন করা হয়েছে।