ঊষার আলো ডেস্ক : আজ ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে হবো সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়বো’।
আজ (বৃহস্পতিবার) দিবসটি উপলক্ষে দেশজুড়ে র্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রত্যেক বছরের ১১ অক্টোবর পালন করা হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। প্রত্যেক বছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। আর ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যাশিশু দিবস হিসাবে।
(ঊষার আলো-আরএম)