UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাপানের জলসীমায় উত্তর কোরিয়ার ‘অজ্ঞাত অস্ত্র’ নিক্ষেপ

ঊষার আলো
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উত্তর কোরিয়া আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে জাপানের জলসীমা লক্ষ্য করে কমপক্ষে একটি ‘অজ্ঞাত অস্ত্র’ নিক্ষেপ করেছে। চলতি মাসেই দু’দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। একই সময় দক্ষিণ কোরিয়াও সাবমেরিন থেকে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।

প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে জাপানের সংবাদমাধ্যম জানায় যে, এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে, যা জাতিসংঘের নিয়মানুসারে নিষিদ্ধ।

সম্প্রতি জাতিসংঘে পিয়ংইয়ং-এর দূত বলেন, বৈরি পরিস্থিতির কারণে তাদের অস্ত্র পরীক্ষার ‘ন্যায়নিষ্ঠ অধিকার’ আছে। এছাড়া প্রতিবেশী দেশের সাথে কথা বলারও আগ্রহ প্রকাশ করেন দূত। তার অল্প সময় পরই এই কাণ্ড।

দক্ষিণ কোরিয়ার জয়েন চিফস অব স্টাফ (জেসিএস) জানান, স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে পূর্ব সাগর নামে পরিচিত জাপান সাগরের দিকে অজ্ঞাত বস্তুটি ছোড়া হয়েছিল। মার্কিন কর্মকর্তাদের সাথে একযোগে ঘটনাটি পর্যবেক্ষণ করছে তারা।

(ঊষার আলো-এফএসপি)