UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাপানে ভয়াবহ এক ভূমিধসে ১৯ জন নিখোঁজ

usharalodesk
জুলাই ৩, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভয়াবহ ভূমিধসের কবলে পড়েছে জাপানের মধ্যাঞ্চলীয় এক জনপ্রিয় পর্যটন শহর। গতকাল শনিবার (২ জুলাই) ভূমিধসে অনেক ঘরবাড়ি মাটি চাপা পড়ে। এর ফলে অন্তত ১৯ জন নিখোঁজ রয়েছেন। প্রবল বর্ষণের কয়েকদিন পর সেখানে এ ভূমিধসের ঘটনাটি ঘটলো।

স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, টোকিও’র দক্ষিণপশ্চিমের অতামিতে কাদাযুক্ত পানির প্রবল স্রোতের তোড়ে বেশকিছু ভবন ভেসে যায় ও আরোও অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। সেখানে একটি পার্বত্য সড়কের ওপর এই ভূমিধসের সময় অনেক মানুষকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা যায়।

শিজুওকা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছেন, ভূমিধসের ঘটনায় এখনো ১৯ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় সরকার নিখোঁজদের উদ্ধারের জন্য সামরিক সহযোগিতার আবেদন জানিয়েছে।

(ঊষার আলো-এফএসপি)