UsharAlo logo
বুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত, দাবি ইউক্রেনের

pial
অক্টোবর ৯, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শিল্প শহর জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শনিবার (৮ অক্টোবর) ইউক্রেনের কর্তৃপক্ষ এমনটাই দাবি করেছে। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে জাপোরিঝিয়া শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। শহরের কেন্দ্রে ৩ টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা টেলিগ্রামে বলেছে, মোট ১৭ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে এক শিশুও রয়েছে।
বৃহস্পতিবার হামলার পর প্রথমে একজনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। পরে নিহতের সংখ্যা বাড়তে থাকে, আর গতকাল সকাল নাগাদ এ সংখ্যা ১৪-তে দাঁড়ায়। এখন এই সংখ্যা বেড়ে ১৭-তে দাঁড়িয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলায় শহরের প্রধান সড়কের পাশের একটি পাঁচতলা আবাসিক ভবন গুঁড়িয়ে অনেকটা মাটির সাথে মিশে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম পোস্টে বলেন, জাপোরিঝিয়াকে নিশানা করে প্রতিদিনই ব্যাপক হামলা করা হচ্ছে, এটা ইচ্ছাকৃত অপরাধ।

(ঊষার আলো-এফএসপি)