UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ৩ দিনের রিমান্ডে

ঊষার আলো
মে ১৫, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার জামায়াতে ইসলামের নেতা শাহজাহান চৌধুরীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৫ মে) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ আদেশ দেন। অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম এস এম রশিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাটহাজারীর ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় শাহজাহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আটকের পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, শাহজাহান চৌধুরীকে শুক্রবার (১৪ মে) গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় ইন্ধন যোগানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

(ঊষার আলো-এমএনএস)