UsharAlo logo
শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৪ জনের মৃত্যু

pial
জুন ৪, ২০২২ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ সূত্র জানিয়েছে, মিউনিখগামী ওই ট্রেনে অনেক স্কুল শিক্ষার্থী ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, জার্মানির স্থানীয় সময় সোয়া ১ টার দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত ৪ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে। এর মধ্যে রয়েছে কয়েকজন শিশুও। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৬০ জন আরোহী ছিলেন।

ইতিমধ্যে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্তদল কাজ শুরু করে দিয়েছে।

অন্যদিকে, গার্মিশ-পার্টেনকির্চেনের স্থানীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছিলেন, এ ট্রেন দুর্ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়েছেন। তবে, পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ট্রেনটিতে যাত্রী ছিলেন ৬০ জন।

(ঊষার আলো-এসএইস)