UsharAlo logo
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জিপিএস দেখে চলার সময় নদীতে পড়ল গাড়ি, নিহত ৩

usharalodesk
নভেম্বর ২৫, ২০২৪ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: জিপিএস দেখে সেই নির্মাণাধীন সেতুতেই দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, তারপর পড়লেন নদীতে। এ ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। বরেলী থেকে বাদায়ুন জেলার ডাটাগঞ্জে এ ঘটনা ঘটে বলে জানায়  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রোববার (২৪ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে বলা হয়, গাড়িতে করে বরেলী থেকে বাদায়ুন জেলার ডাটাগঞ্জে যাচ্ছিলেন তিন আরোহী। জিপিএস দেখে খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরে চলছিলেন তারা। পথেই ছিল ওই সেতু। সেতুর সামনের অংশ বন্যার সময় ভেঙে পড়েছিল নদীতে। পরে সেখানে ভাঙা অংশে নির্মাণ কাজ শুরু হয়। এ দুর্ঘটনায় চালকসহ তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবার পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, সেতুর ভাঙা অংশে ধাক্কা খেয়ে গাড়িটি নদীতে পড়ে যায়।

সার্কল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। তারপর আবার সেতুর নির্মাণ শুরু হয়। যদিও জিপিএসে তা আপডেট করা ছিল না। সে কারণে সেতুটি যে সুরক্ষিত নয়, তা বুঝতে পারেননি চালক। এতে ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায় গাড়িটি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাদায়ুন ও বরেলীর পুলিশ। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নদী থেকে গাড়িটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় দ্রুতগতিতে চলছিল গাড়িটি।

ঊষার আলো-এসএ