UsharAlo logo
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জুন থেকে চালু হতে পারে ঢাকা-কলকাতা বাস সার্ভিস

pial
জুন ১, ২০২২ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ মাস থেকেই বন্ধ ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল। প্রায় ২৬ মাস পর সারাবিশ্বে যখন করোনা মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে তখন চালু হয়েছে ঢাকা-কলকাতা রুটে ’মৈত্রী’ ও কলকাতা-খুলনা রুটে ’বন্ধন এক্সপ্রেস’। অন্যদিকে, বুধবার (১ জুন) থেকে ঢাকা-শিলিগুড়ি রুটে চলবে ’মিতালী এক্সপ্রেস’। এছাড়াও দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে অনেক আগেই।

তাই এখন এই রুটে সরাসরি বাস সার্ভিস কবে চালু হবে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। আগামী ১০ জুন থেকেই শুরু হতে পারে ঢাকা-কলকাতা রুটে বাস সার্ভিস।যদিও সরকারিভাবে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি।

ঢাকা-কলকাতা রুটে সরাসরি বাস চালু না থাকলেও ঢাকা থেকে বেনাপোল বন্দরে নেমে তারপর পেট্রাপোল স্থলবন্দর থেকে আলাদা বাসে কলকাতায় সার্ভিস চালু রেখেছে বেশ কয়েকটি পরিবহন। কিন্তু এক্ষেত্রে পোহাতে হয় নানা রকম ভোগান্তি।

(ঊষার আলো-এসএইস)