UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলা আওয়ামী লীগনেতা জামালের মাস্ক বিতরণ

usharalodesk
এপ্রিল ৭, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারী করোনা থেকে নিরাপদ থাকার উদ্দেশ্যে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে বুধবার (৭ এপ্রিল) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের সাচিবুনিয়া বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ শেষে পরবর্তীতে মানুষের মাঝে আরও মাস্ক বিতরণের জন্য ১নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবু নারায়ন চন্দ্র সরকারের হাতে মাস্ক হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, জহির রায়হান, চঞ্চল রায়, ছাত্রলীগ নেতা আমির মুমেনিন রানা, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, চিশতি নাজমুল বাসার সম্রাট, আবিদ হাসান ফাহিম, মিরাজ তালুকদার, ইসমাইল মৃধা ইমন প্রমুখ।

ঊষার আলো-এমএনএস)