UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

আত্মমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে: ননী গোপাল এমপি

 

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল বলেছেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো সকলেরই নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তশালীসহ সবাইকে আত্মমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরকে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলের পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রবিবার সকাল ১০টার দিকে দাকোপ উপজেলার লাউডোব ফেরিঘাট এলাকায় অস্বচ্ছল, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সরোজিত কুমার রায়, শেখ যুবরাজ, মানস মুকুল রায়,

খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুন্নবী মিল্টন, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এম এ রেজা, স্বেচ্ছাসেবক লীগ নেতা অপরাজিতা মন্ডল অপু, পরিমল রপ্তান, নিহার মন্ডল, দিপংকর বৈদ্য, বিকাশ মন্ডল, সৌম্য বিশ^াস, কামরুল ইসলাম, জয়ন্ত রায় জয়, প্রণব গাইন, জয় কুমার মানিক, বিপ্লব মন্ডল, সমীর মন্ডল, মোঃ হাফিজুর রহমান প্রমুখ।