UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জেল পালানো ৬ বন্দির আত্মীয়দের আটক করেছে ইসরায়েল

ঊষার আলো
সেপ্টেম্বর ৯, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইসরায়েলি সেনা কারাগার থেকে পালিয়ে যাওয়া সে ৬ বন্দির আত্মীয়দের গ্রেফতার করেছে।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এ খবর জানা যায়।

জানা যায়, পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফের ধরতে তাদের স্বজনদের গ্রেফতার করার কৌশল অবলম্বন করেছে ইসরায়েল। এজন্য পশ্চিম তীরের অন্তত ৬টি পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে তারা। এ ছাড়া পলাতকদের ধরতে পশ্চিম তীরের জেনিনের সন্দেহভাজন স্থানগুলোতে ড্রোন ব্যবহারের পাশাপাশি প্রতিটি সড়কে সেনা মোতায়েনও করা হয়েছে।

ইসরায়েলের এমন কাজের সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা।

হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল ও ফিলিস্তিনের পরিচালক ওমর শাকির এক টুইটে বলেন, কারো আত্মীয়কে জোর করে আটকে রাখা হল মাফিয়া স্টাইলেরই কৌশল। এটা কোনো ভদ্র সমাজের কাজ নয়।

ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত কারাগারগুলোর মধ্যে অন্যতম একটি গিলবোয়া কারাগার। কারাগারটি এতটাই সুরক্ষিত যে, সেটিকে ইসরায়েলের সিন্দুকও বলা হয়। সে কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছিলেন সে ৬ বন্দি। আর এরপর থেকে তাদের ধরতে অভিযানে নামে ইসরায়েলি সেনারা।

(ঊষার আলো-এফএসপি)