UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ওয়ার্কার্স পার্টির তীব্র ক্ষোভ

koushikkln
আগস্ট ৭, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সরকার সব জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি করলো। সারের দাম বাড়িয়েছে, পরিবহন ভাড়া বৃদ্ধি করলো, আবার গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সুর দিচ্ছে। আইএমএফ-এর কাছ থেকে শর্ত সাপেক্ষে ঋণ নিচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে। তেল পাচার হয়ে যাবে ঠুনকো অজুহাত দেখানো হচ্ছে। এভাবেই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে বলেন।

বিবৃতিতে বলেন, ৫ আগস্ট রাত ১২টা থেকে জ্বালানি তেলের দাম ৪৫% বৃদ্ধি করলো। পরদিন ৬ আগস্ট পরিবহন ভাড়া বৃদ্ধি করলো। জ্বালানি তেলের দাম এতটা বৃদ্ধি যা চিন্তার বাইরে. দেশের ইতিহাসে একসঙ্গে এতটা জ্বালানি তেলের মূল্য কখনও বাড়ানো হয়নি। এ যেন সরকার আইএমএফ-এর শর্ত মেনে বিষ গিললো। এই বিষের দহন দেশের অর্থনীতির দেহে ছড়িয়ে পড়ে সমাজ জীবনে ও রাজনীতিতে বিস্তৃতি লাভ করবে। যার ফলে মানুষের জীবন যাত্রায় ব্যয় আরো বৃদ্ধি পাবে। সরকারের দুর্নীতি ও লুটপাটের ফলে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হবে, যার দায় বর্তমান সরকারকেই নিতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ৭ বছরে ৪৩ হাজার কোটি টাকা আয় করেছে এবং বর্তমান বিশ্ব বাজারে তেলের দাম কমতির দিকে, ঠিক সে-ই সময়ে এত দাম বাড়ানো কাদের স্বার্থে এ প্রশ্ন থেকে যায়।

বিবৃতিদাতারা হলেনÑবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য যথাক্রমে কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড শেখ সেলিম আখতার স্বপন, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল, কমরেড ফারুক মাস্টার, কমরেড সাইদুল ইসলাম, কমরেড কৃষ্ণ কান্তি ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।