UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জয়ের খোঁজে মাঠে নামছে মুমিনুলরা

usharalodesk
জুলাই ৭, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস ডেস্ক : এবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে মুমিনুল হকের দলের সামনে। ৮ বছর পর জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ। ৩ ফরম্যাটের এই সিরিজ শুরু হচ্ছে একমাত্র টেস্ট দিয়ে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলাটি শুরু হবে ৭ জুলাই বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।
এখন পর্যন্ত ৯ সিরিজে ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দল। ২ দলেরই জয় সমান ৭টি করে ম্যাচে। এই ম্যাচে যে দল জিতবে তার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ। আর সর্বশেষ ৫ দেখায় ৪ বারই জিতেছে বাংলাদেশ।
তবে সিরিজের হিসেবে এখনো এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। ৯ সিরিজে সর্বোচ্চ ৪ বার জিতেছে জিম্বাবুয়ে আর ৩বার বাংলাদেশ। এবার জিততে পারলে জিম্বাবুয়েকে স্পর্শ করতে পারবে টাইগাররা।
বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেছে, বাংলাদেশ প্রস্তুত জিম্বাবুয়ের বিপক্ষে লড়ার জন্য। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই সেরাটা দিতে পারলে ভালো ফল হবে বলে মনে করছেন তিনি।
মুমিনুল বলেছেন, ‘শুধু জিম্বাবুয়ে না যে কোন দলের সঙ্গেই যখন অ্যাওয়েতে খেলবো তখন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ৩ দিকটাই ভাল করতে হয়, ফোকাস রাখতে হয়। সেই সাথে টিম ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ। এদিকটায় ভাল করলে আশা করি টেস্ট ম্যাচটা আমরা জিততে পারবো।’

(ঊষার আলো- এম.এইচ)