আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড মাদ্রাসার স্থাপনা। ঝড়ে উঠে গেছে টিনের চালা। বাধ্য হয়ে খোলা আকাশে নিচে পাঠদান করানো হচ্ছে শিক্ষার্থীদের। এতে করে দুশ্চিন্তায় পড়েছে শিক্ষক ও অভিভাবকরা। ঘটনাটি সুনামগঞ্জের দোয়াবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর নুরে মদিনা মাদরাসার।
শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, গত ১৫ মার্চ মধ্যরাতে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টিতে নুরে মদিনা মাদ্রাসা ভবনের টিনের চালা উড়িয়ে নিয়ে যায়। একইসঙ্গে শ্রেণিকক্ষের আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়। তবুও থেমে নেই পড়াশোনা। খোলা আকাশের নিচেই চলছে পাঠদান।
২০২০ সালে এলাকার দানশীল হাজি আব্দুল জলিলের অর্থায়নে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটি। এরপর থেকে বিভিন্ন আর্থিক অনুদানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্লে-নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ৩৫০ শিক্ষার্থী রয়েছে। যাদের পাঠদানে রয়েছেন ১১ শিক্ষক।
শিক্ষার্থী আদিলুর রহমান ফারহান বলেন, ‘বাধ্য হয়েই খোলা আকাশের নিচে আমরা ক্লাস করছি।’ স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী বলেন, ‘অনেক কষ্টে গড়ে ওঠা মাদ্রাসাটি ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেছে। রোদ আর ঝড়বৃষ্টি মাথায় নিয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান।’
মাদ্রাসার প্রধান শিক্ষক সালাতুর রহমান বলেন, ‘ঝড়ে মাদ্রাসাটি ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষার্থী ও শিক্ষক উভয়েরই বেগ পোহাতে হচ্ছে। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা ক্রমশ ক্লাস বিমুখ হয়ে পড়বে। তাই দ্রুত মাদ্রাসাটি সংস্কার করতে।’
উপজেলার নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিসহ এলাকার বিশিষ্টজনরা যোগাযোগ করলে সরকারি সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করব।’
ঊষার আলো-এসএ