UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা না কি আত্মহত্যা!

usharalodesk
মার্চ ২২, ২০২১ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নে নারীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর তাকে হত্যা করা হয়েছে না কি সে নিজেই আত্মহত্যা করেছে এসব প্রশ্ন উঠেছে গ্রামজুড়ে। ঝিনাইদহের বানিয়াবাহু বাজারের পাশে মেহগনি বাগান থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ।
জানা গেছে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখি গ্রামের হাবিবার বিশ্বাসের মেয়ে পারুলা (২৫) এর সহিত ৩/৪ বছর পূর্বে বানিয়াবাহু গ্রামের ওহিদুল ইসলামের সহিত বিবাহ হয়। তাদের মাঝে প্রায় সময় পারিবারিক দ্বন্দ এবং মনোমালিন্য লেগেই থাকতো। এছাড়াও মৃত পারুলা বেগমের পক্ষথেকে এর আগে পারিবারিক দ্বন্দে তার স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দেই, এখনও সেই অভিযোগ ব্র্যাকে চলমান রয়েছে। বানিয়াবাহু বাজারের পাশে মেহগনি বাগানে মৃত পারুলা বেগমকে রবিবার (২১ মার্চ) সকালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আইনানুগ ব্যাবস্থ গ্রহন করেন।

(ঊষার আলো-এমএনএস)