UsharAlo logo
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ২ জন গ্রেফতার

usharalodesk
এপ্রিল ১, ২০২১ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ঝিনাইদহে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যা-৬।

সূত্র জানায়, ১ এপ্রিল রাত ২.২০ মিনিটে র‌্যাব-৬ খুলনার আভিযানিক দল ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানাধীন দখলপুর বাজার এলাকা থেকে দুই জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পার দখলপুর গ্রামের বাসিন্দা সানারউদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম(৩৫) ও একই গ্রামের বাসিন্দা মান্নান চৌধুরীর ছেলে বিপুল চৌধুরী(৩২)।এঘটনায় এদের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

(ঊষার আলো-আরএম)