UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বাড়ি ফিরছে মানুষ

ঊষার আলো
এপ্রিল ২১, ২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঈদযাত্রার শেষদিন আজ শুক্রবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এ সময় সব বাধা উপেক্ষা করে ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত ট্রেনের ছাদে উঠে যায় ঘরমুখো মানুষ।

অন্যদিকে যাত্রীর নিরাপত্তায় র‌্যাব-পুলিশের সঙ্গে রয়েছেন অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, শেষদিন হওয়ায় আজ যাত্রীর চাপ বেশি। তবে শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই স্টেশনে প্রবেশ করছেন।

ট্রেন সময়মতো ছেড়ে যাওয়ায় সবাই খুশি বলেও জানান তিনি।

উল্লেখ্য, এবার ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় অনলাইন মাধ্যমে ৭ এপ্রিল থেকে।

ঊষার আলো-এসএ