UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ গ্রেফতার ৬

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ১০, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গী হাজির মাজার বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ ৬ জনকে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ গ্রেফতার করেছে র‌্যাব।বুধবার (৯ এপ্রিল) রাতে এই অভিযান পরিচালনা করে র‌্যাব।

গ্রেফতাররা হলেন- মহানগর তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকত (৩২), শাহানুর আহমেদ অমিত (১৮), মো. হিরা (৩২), মো. বায়জিদ (২৭), মো. জাহিদ (১৯) ও নূর ইসলাম (২৭)। তাদের হেফাজত থেকে ১টি বিদেশি রিভলবার, ৪ রাউন্ড শর্টগানের গুলি, ১৯৫ গ্রাম হিরোইন, ২টি মোবাইল ও নগদ ১৪০০ টাকা জব্দ করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মাজার বস্তির মাদক সম্রাট রবিউল ইসলাম বাবু ওরফে কিং বাবুর সহযোগী সন্ত্রাসী শাহরিয়ার সৈকতকে গ্রেফতার করা হয়। সৈকতের বিরুদ্ধে গত ২৭ মার্চ টঙ্গীর বাজার বড় মসজিদ এলাকায় একজন সংবাদকর্মীকে প্রাণনাশের উদ্দেশ্যে ফাঁকা গুলি করার অভিযোগ রয়েছে। পরে তার মোবাইলে থাকা ছবি এবং ভিডিওর সূত্র ধরে মাজার বস্তির বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা ও তল্লাশি করে একটি বিদেশি রিভলবার উদ্ধার ও আরও ৫ জনকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত রিভলবারসহ গ্রেফতারদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে বল জানায় র‌্যাব।

উল্লেখ্য, মাজার বস্তি থেকে ইতিপূর্বে র্যাব অভিযান চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রের পাশাপাশি থানা থেকে লুণ্ঠিত গ্যাস গান কার্টিজ উদ্ধার করেছিল।

ঊষার আলো-এসএ