ঊষার আলো রিপোর্ট : টাঙ্গাইলে তেলের লরি থেকে বাজারে ভয়াবহ আগুন লেগে পুড়ে গেছে অন্তত ১০টি দোকান। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছে ২ জন।
ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, ১৪ মার্চ রোববার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার পাকুল্লা বাজারে ব্যবসায়ী মনোরঞ্জন সাহার মুদির দোকানের সামনে থাকা একটি তেলের লরিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন দোকানের ২ কর্মচারী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এরই মধ্যে পুড়ে যায় অন্তত ১০টি দোকান।
আহত ২ জনকে উদ্ধার করে কুমদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(ঊষার আলো-এম.এইচ)