ঊষার আলো স্পোর্টস ডেস্ক : রবিবার ভোরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। টসে জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রানের স্কোর দাঁড় করেছে কিউইরা।
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও তাণ্ডব চালিয়েছে ডেভন কনওয়ে। এবার সেঞ্চুরি করতে না পারলেও একেবারে কাছাকাছি চলে গেছে, খেলেছে অপরাজিত ৯২ রানের ইনিংস। ৫২ বলে ১১টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মারে এই ইনিংস সাজিয়েছেন তিনি।
ঝড়ো ইনিংস খেলেছে উইল ইয়ংও। ৩০ বলে ৪ ছক্কা ও ২ চারে ৫৩ রান করেছেন তিনি। এছাড়া মার্টিন গাপটিল ২৭ বলে ৩৫ ও গ্লেন ফিলিপস ১০ বলে ২৪ রানে অপরাজিত রয়েছে।
(ঊষার আলো: এম.এইচ)