UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তামিম

ঊষার আলো
সেপ্টেম্বর ১, ২০২১ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তামিম ইকবাল। নিজের ফেসবুক লাইভে এসে ঘোষণাটা দিয়েছেন বাংলাদেশের এই ওপেনার। তামিম বলেন, এই ঘোষণা দেওয়ার আগে তিনি বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে কথা বলেছেন। নিজের সিদ্ধান্তের কথা তাদেরকে জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ২৩ অক্টোবর। তার আগে, বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বের সেই খেলা ১৭ অক্টোবর শুরু হবে ওমানে। গত বছরের ৯ মার্চ তামিম ইকবাল বাংলাদেশের হয়ে তার শেষ টি- টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।

(ঊষার আলো-আরএম)