UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের হার

usharalodesk
মার্চ ১৩, ২০২১ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কিছুদিন আগে ইংল্যান্ডকে টেস্টে ৩-১ ব্যবধানে হারিয়েছিল ভারত? তকে এবার চিত্র একেবারে উল্টো। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আর্চার-উডদের বোলিং তোপের মুখে থুবড়ে পড়ল ভারত। আহমেদাবাদে ১২ মার্চ শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ১২৫ রানের লক্ষ্যে সফরকারীরা পৌঁছে যায় ২৭ বল বাকি রেখেই।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড। দুর্দান্ত বোলিংয়ে সুর বেঁধে দিলেন জোফরা আর্চার। নিখুঁত লাইন, লেংথে বোলিং করে সঙ্গত করলেন মার্ক উড। তাদের সামনে লড়াই করতে পারলেন কেবল শ্রেয়াস আইয়ার। তার ফিফটির পরও তাই মাত্র ১২৪ রান সংগ্রহ করে ভারত। বাকি কাজটা সহজেই সারলেন ইংলিশ ব্যাটসম্যানরা। অনায়াস জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েন মর্গ্যানের দল।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। একমাত্র শ্রেয়স আইয়ার ছাড়া ক্রিজে দাঁড়াতে পারেননি কোন ভারতীয় ব্যাটসম্যানরা। ৬৭ রান করে আউট হন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। কোহলি ফেরে ০ রানে। কেএল রাহুল করেন ১। শেষে শ্রেয়সকে কিছুটা সঙ্গ দেন হার্দিক। তবে তা যথেষ্ট ছিল না। কিছুটা সময় ঋষভ পন্থ ভাল খেললেও আউট হয়ে যান। ফলে ভারতের ইনিংস ১২৪ রানেই থমকে যায়। দারুণ বোলিং করেন জোফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদরা। ৪ ওভার বল করে ২৩ রানে ৩ উইকেট নেন আর্চার। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। ১টি করে উইকেট পান রশিদ, উড, ক্রিস জর্ডন ও বেন স্টোকসরা।
রান তাড়ায় দলের জয়ের ভিত গড়ে দেন জেসন রয় ও জস বাটলার। ২ জনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ইংল্যান্ড পায় ৭২ রান। বাটলার করেন ২৮ রান, রয় আউট হন ৪৯ রানে।
২৪ রানে অপরাজিত থাকেন মালান ও ২৬ রানে অপরাজিত জনি বেয়ারস্টো। এই ২ জনের ওপর ভর করেই ম্যাচে জয় পায় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১২৪/৭ (ধাওয়ান ৪, রাহুল ১, কোহলি ০, পান্ত ২১, আইয়ার ৬৭, হার্দিক ১৯, শার্দুল ০, সুন্দর ৩*, আকসার ৭*; রশিদ ৩-০-১৪-১, আর্চার ৪-১-২৩-৩, উড ৪-০-২০-১, জর্দান ৪-০-২৭-১, স্টোকস ৩-০-২৫-১, কারান ২-০-১৫-০)।
ইংল্যান্ড: ১৫.৩ ওভারে ১৩০/২ (রয় ৪৯, বাটলার ২৮, মালান ২৪*, বেয়ারস্টো ২৬*; আকসার ৩-০-২৪-০, ভুবনেশ্বর ২-০-১৫-০, চেহেল ৪-০-৪৪-১, শার্দুল ২-০-১৬-০, পান্ডিয়া ২-০-১৩-০, সুন্দর ২.৩-০-১৮-১)।
ফল: ইংল্যান্ড ৮ উইকেট জয়ী।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: জোফরা আর্চার

(ঊষার আলো-এম.এইচ)