UsharAlo logo
শনিবার, ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টি-২০ সিরিজ খেলছেন না তামিম

usharalodesk
মার্চ ১৮, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না বলে জানান তামিম।

ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তামিম জানান, ‘আমি টি-টোয়েন্টি সিরিজে থাকব না। নিউজিল্যান্ডে আসার আগেই কোচ এবং নির্বাচকদের আমি এটা বলেছি। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজটি আমি খেলতে পারব না। তবে দলের জন্য শুভকামনা থাকবে। ওয়ানডের অধিনায়ক হিসেবে আশা করব যে টি-টোয়েন্টিতে দল ভালো করবে।’

আগামী শনিবার হতে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে আগামী ২১, ২৩ এবং ২৫ মার্চ। এ সিরিজের শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ মার্চ।

(ঊষার আলো-এফএসপি)