UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে অস্ত্র দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ

ঊষার আলো
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে আটক শহীদ উল্লাহকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার টেকনাফ সি-কোরাল রিসোর্টের সামনে এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার, কলেজ শিক্ষার্থীরা ওই মানবন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, কলেজ শিক্ষার্থী শাহিনুর রহমান বলেন, শহীদকে ডেকে নিয়ে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানো হয়েছে। একজন তেলের দোকানদারকে ফাঁসিয়ে আমাদের চোখের সামনেই আটকের নাটক মঞ্চস্থ করা হয়েছে।

তিনি বলেন, আটক শহীদের পরিবারের সামনেই বাড়িতে তল্লাশি করে কিছুই পায়নি। কিন্তু বাড়ি থেকে প্রায় ৮০-১০০ ফুট দূরে সুপারি বাগান থেকে বস্তায় মোড়ানো অস্ত্র নিয়ে আসে। তখন আমরা বাকরুদ্ধ এবং শহিদ উল্লাহ পাথরের মতো দাঁড়িয়ে হাউ মাউ করে কান্না শুরু করে। এরপর অস্ত্র পাওয়ার কথা বলে তাকে অস্ত্রসহ ধরে নিয়ে যায় টেকনাফ কোস্টগার্ড সদস্যরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাদশা মিয়া, আয়ুব খান, মুখলেসুর রহমান, নুরুল আলম, জেসমিন আক্তার, ফাতেমা খাতুন, হাছিনা, জুবাইদা প্রমুখ।

এছাড়াও স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঊষার আলো-এসএ