ঊষার আলো রিপোর্ট: কক্সবাজারে টেকনাফ-সেন্ট মার্টিন রুটের পর্যটকবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (০৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া ঘাটে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। তিনি জাহাজ শ্রমিকদের বরাত দিয়ে বলেন, টেকনাফের দমদমিয়া ঘাটে নোঙর করে রাখা পর্যটকবাহী জাহাজে ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। জাহাজে থাকা শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের একটি টিম দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টেকনাফের দমদমিয়া ঘাটের বাসিন্দা রাশেদ বলেন, প্রতিদিনের মতো সকালে কাজের জন্য বের হয়েছিলাম। পরে দেখি দমদমিয়া ঘাট কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
ঊষার আলো-এসএ