UsharAlo logo
বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেস্টে চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন লিটন দাস

ঊষার আলো ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন ডানহাতি টাইগার ব্যাটার লিটন কুমার দাস। রোববার (১ সেপ্টেম্বর) রাওয়ালপিণ্ডিতে দলকে বিপর্যয় থেকে টেনে তোলা লিটন নিজের টেস্ট ক্যারিয়ারে যোগ করলেন আরেকটি শতক।

এর আগে পাকিস্তানি বোলারদের বোলিং তাণ্ডবে কাবু হওয়া টাইগারদের ইনিংস সচল রাখেন লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। দুজনের ডাবল ফিফটির ওপর ভর করে ব্যাটের লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় সফরকারীরা।

তার আগে প্রথম দিনে পাকিস্তানকে ২৭৪ রানে আটকে দিয়ে দ্বিতীয় টেস্টে বেশ দারুণ শুরু করেছিলো বাংলাদেশ।

নিজেরা ব্যাটিংয়ে নেমে ১০ রানে কোনো উইকেট না হারিয়ে প্রথম দিন শেষ করে টাইগাররা। কিন্তু দ্বিতীয় দিনে এসে খেলার মোড় ঘুরিয়ে ফেলে পাকিস্তানি বোলাররা। মাত্র ২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে টাইগাররা।

যদিও লিটন দাস এবং মেহেদী মিরাজ টাইগারদের ইনিংসের হাল ধরেন। ধীরেসুস্থে ব্যাটিং করে দুজনেই নিজেদের হাফ সেঞ্চুরি সম্পন্ন করেন।

শেখ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২২২ রান। লিটন অপরাজিত আছেন ১১০ রানে।