UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টোকিও অলিম্পিক, টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

ঊষার আলো
আগস্ট ৩, ২০২১ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অলিম্পিকে ফুটবলে টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। আজ মঙ্গলবার কাশিমা সকার স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে জিতেছে ব্রাজিল।

তার আগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের লড়াই শেষ হয় গোলশূন্যভাবে। ব্রাজিল ম্যাচের শুরু থেকেই চাপ তৈরি করে। ১০ মিনিটে এগিয়েও যেতে পারত ব্রাজিল। কিন্তু গিলেরমো আরানার ৬ গজ বক্সের বাঁ থেকে নেওয়া শট রুখে দেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক গিলেরমো ওচোয়া।

২৮তম মিনিটে মেক্সিকোর ডি-বক্সে তাদের এক ডিফেন্ডারের চ্যালেঞ্জে দগলাস লুইস পড়ে গেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পরে ভিএআরের সাহায্যে সেই সিদ্ধান্ত পাল্টান।

বিরতির আগে সুবর্ণ সুযোগ পায় মেক্সিকো। তবে উরিয়েল আন্তুনা ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও তা কাজে লাগাতে পারেননি। তার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ছুটে আসা ডিফেন্ডার দিয়েগো কার্লোসের কাছে প্রতিহত হয়।

মেক্সিকোর হয়ে তৃতীয় শটটি নেন কার্লোস রদ্রিগেজ। তাতে গোল হয়ে দাঁড়ায় ৩-১। তারপর ব্রাজিলের হয়ে চতুর্থ শট নিতে আসেন রেইনার। তার শট মেক্সিকোর জালে জড়ালে গোল দাঁড়ায় ৪-১। সেই সাথে ফাইনালে ওঠার আনন্দ উল্লাসে ভাসে ব্রাজিল।

(ঊষার আলো-এফএসপি)