UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকচাপায় প্রাণ গেল যুবলীগ কর্মীর

ঊষার আলো
জুন ২, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কুড়িগ্রাম পৌর শহরে বালুবাহী একটি ড্রামট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. ইসলাম ভুট্টু (৪৬) নামের এক যুবলীগকর্মীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, চিলমারী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ড্রামট্রাক পৌরবাজার এলাকায় পৌঁছলে কলেজ মোড়গামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ভুট্টু নামের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় সদর থানা পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

ঊষার আলো-এসএ