ঊষার আলো ডেস্ক : নোয়াখালী হাতিয়ার ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে ট্রাক্টর দুর্ঘটনায় জমিস (৫) নামে এক রোহিঙ্গা শিশুর নিহত হয়েছে। নিহত জমিস ভাসানচর আশ্রয়ন প্রকল্প-৩ এর ৫১ নম্বর ক্লাস্টারের নুরুল আলমের পুত্র। ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ২৯ নং সেল্টারের বিআরডিবি অফিসের পেছনে পুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাসানচরের ব্যবসায়ী কামরুলের ক্যান্টিন থেকে প্রতিদিনের ন্যায় ট্রাক্টরচালক সারাত উদ্দিন ২৯ নং শেল্টারের নিচে খাবার নিয়ে যাচ্ছিলেন। এ সময় খেলাধুলারত প্রায় ২০ থেকে ২৫ জন রোহিঙ্গা শিশু ট্রাক্টারটিতে তিন দিক থেকে লাফিয়ে উপরে ওঠে।
কিছু শিশু পেছনে ঝুলতে থাকে। তখন চালক ট্রাক্টারের ওপরে ওঠা রোহিঙ্গা শিশুদের নামিয়ে দিলেও পেছনে থাকা রোহিঙ্গা শিশুরা আবার ট্রাক্টারটির পেছনে ধরে ঝুলে থাকে। এরপর চালক ট্রাক্টারটি নিয়ে আবার যাত্রা শুরু করলে শিশু জসিম ট্রাক্টারের পেছনের বাম্পারে সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভাসানচর জেনারেল হাসপাতালে ভর্ করা হয়। দুপুর ১টায় শিশুটি মারা যায়।
(ঊষার আলো-আরএম)