যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দল। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে মিশিগান অঙ্গরাজ্যের ডিট্রয়েটে কপ্রচারণা চালিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সমাবেশে দেওয়া বক্তব্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা।
সমাবেশে অভিবাসন বিষয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেন ওবামা। তিনি বলেন, ‘আপনারা যদি ট্রাম্পকে কিংবা তাঁর রানিং মেট জে ডি ভ্যান্সকে চ্যালেঞ্জ করেন, তবে তারা একটি জবাবই দেবেন; তা হলো যা কিছু হচ্ছে, তার সবকিছুর জন্য অভিবাসীরা দায়ী।
ট্রাম্প আপনাদের বিশ্বাস করাতে চান, আপনারা যদি যাকে খুশি তাকে আটক করতে ও বিতাড়িত করতে দেন, তবে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে।’
সীমান্ত ও অবৈধ অভিবাসনসংক্রান্ত বিষয়গুলো সামলানোর ক্ষেত্রে মার্কিন নাগরিকেরা হ্যারিসের চেয়ে ট্রাম্পকে বেশি ভরসা করেন বলে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে।
গতকাল এ অভিবাসন বিষয়েই বেশিক্ষণ কথা বলেছেন ওবামা। ধারণা করা হচ্ছে, অভিবাসন বিষয়ে কমলা হ্যারিসের ওপর প্রতিদ্বন্দ্বীদের আক্রমণকে অযৌক্তিক প্রমাণ করার প্রচেষ্টার অংশ হিসেবেই ওবামা এমনটা করেছেন।