UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় চার বোতল বিদেশী মদ উদ্ধার

usharalodesk
মার্চ ৩১, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বেনাপোল কমিউটার ট্রেন থেকে চার বোতল বিদেশী মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) বিকেল ৫টায় বেনাপোল রেলষ্টেশনে ট্রেন ছাড়ার আগ মূহুর্তে তল্লাশি করে এ মদ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
জিআরপি থানার দারোগা মফিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ষ্টেশনের পিএসআই কামাল উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম খুলনাগামী বেনাপোল কমিউটার ট্রেন তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় এ মদ উদ্ধার করেন। এ ঘটনায় জিআপি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)