ঊষার আলো ডেস্ক : নিজেকে সুন্দর ও আকর্ষণীয় দেখাতে কে না চায়? তবে কিছু অসতর্কতার কারণে আমারা নিজেরাই নিজেদের ত্বকের ক্ষতি করে থাকি। যেমন ঠোঁট। যা কালো হয়ে গেলে দেখতে বেশ বাজে দেখায়। অনেকেরই ধূমপান করার অভ্যাস রয়েছে, যা ঠোঁট কালো করার অন্যতম কারণ। এছাড়াও বিভিন্ন কারণে ঠোঁটে কালো বা কালচে দাগ দেখা দিতে পারে।
তবে চিন্তার কিছু নেই, কালো ঠোঁটে গোলাপি আভা ফিরিয়ে আনতে সাহায্য নিতে পারেন ঘরোয়া পদ্ধতির। চলুন তবে জেনে নেয়া যাক কিছু কার্যকর ঘরোয়া উপায়-
লাগাতে পারেন শসার রস।
প্রতিদিন রাতে নারকেল তেল ম্যাসাজ করুন।
প্রাকৃতিক ব্লিচিং উপাদান সমৃদ্ধ লেবু ঘষুন ঠোঁটে।
রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল লাগান ঠোঁটে।
বিটরুটের রস ঠোঁটে লাগিয়ে রাখুন ৫ থেকে ১০ মিনিট।
মোটা দানার চিনির সঙ্গে মাখন মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন।
অ্যালোভেরা জেল ঠোঁটে লাগিয়ে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
আধা চা চামচ মধুর সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে ঠোঁটে লাগান প্রতিদিন দুইবার।
আধা চা চামচ হলুদের গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো কাঁচা দুধ মিশিয়ে প্রতিদিন ঘষুন ঠোঁটে।
(ঊষার আলো- এস এস)