UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিপিএলে সৌম্যর ব্যাটে ঝড়, ফিফটি নাসিরের

ক্রীড়া ডেস্ক
এপ্রিল ১০, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

সৌম্য সরকার আর নাসির হোসেন, একটা সময় দুজন মিলেই জাতীয় দলের জার্সিতে একই সঙ্গে খেলেছেন। ২০১৫ সালে বাংলাদেশ যে তাদের সেরা ক্রিকেটীয় বছরটা কাটিয়েছিল, সেখানে বড় অবদান রেখেছিলেন এ দুজন।

তবে অধারাবাহিকতার কারণে সৌম্য অনেক দিন ছিলেন দলের বাইরে। সে তিনি এখন আবার দলে থিতু হয়েছেন। যদিও নাসির হোসেন ক্রিকেটের বাইরের জীবন দিয়েই আলোচনায় থাকেন বেশি। উপহার পাওয়ার কথা গোপন করে তিনি দুই বছর নিষিদ্ধও ছিলেন। সে তিনি অবশ্য এবারের ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন।

সে দুজনই আজ রানের দেখা পেয়েছেন। ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৭৯ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন লেজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটার সৌম্য সরকার। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা নাসির হোসেনও আজ রুপগঞ্জ টাইগার্সের হয়ে রান পেয়েছেন। করেছেন ৭৭ রান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার লেজেন্ডস অফ রূপগঞ্জ শুরুতে ব্যাট করে। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সৌম্য। তিনি ৮ চার আর ২ ছক্কায় সাজান ৭৯ বলে ৮০ রানের ইনিংস।

যখনই মনে হচ্ছিল সেঞ্চুরিটাও খুবই কাছে তার, তখনই ইনিংস শেষ হয় তার। মাইশুকুর রহমানের শিকার বনে যান তিনি। আউট হন ৮০ রানেই।

অন্যদিকে নাসির নেমেছিলেন বিকেএসপির চার নম্বর মাঠে। সেখানে নাসির নামেন চার নম্বরে।  আসাদুল্লাহ গালিবকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন নাসির। নিজে খেলেন ৮৪বলে ৮ চার ৩ ছক্কায় ৭৭ রানের ইনিংস। ফজলে রাব্বির শিকার হয়ে তার ইনিংস শেষ হয়। তবে তার দল ঠিকই ২৮০ রানের বিশাল পুঁজি পেয়ে গেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে।

ঊষার আলো-এসএ