UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিবি পরিচয়ে জবির ৩ শিক্ষার্থীর মোবাইল ও টাকা ছিনতাই

usharalodesk
অক্টোবর ২৬, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ডিবি পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থীর মোবাইল, টাকাসহ অন্যান্য জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে রিকশায় কমলাপুর রেলস্টেশনে যাওয়ার পথে মতিঝিল শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান বলেন, আমরা নাটোরের এক বন্ধুর বাসায় ঘুরতে বাবু বাজার থেকে কমলাপুর রেলস্টেশনের দিকে রিকশা নিয়ে যাচ্ছিলাম। মতিঝিল শাপলা চত্বরের পাশে পৌছলে পেছন থেকে একটি সাদা মাইক্রোবাস এসে আমাদের পথ আটকে দেয়। ডিবি পুলিশ পরিচয়ে রিকশা থামায়। কোনো কথা না বলেই গাড়ি থেকে তিনজন নেমে এসে আমাদের মোবাইল, টাকা, মানিব্যাগসহ কাঁধের ব্যাগ নিয়ে যায়।

আসিফ বলেন, প্রথমে আমি মোবাইল দিতে চাইনি। তখন আমার মাথায় চাপাতি দিয়ে কোপ দিয়ে সব নিয়ে যায়। মাথা থেকে রক্ত ঝরতে থাকে। তারপর হাবিব ৯৯৯ কল দিয়ে গাড়ির নাম্বারটি বলে।

থানায় যোগাযোগ করলে মতিঝিল থানার কর্মরত পুলিশ অফিসার আলমগীর হোসেন বলেন, একই নাম্বারের গাড়িটি রাজধানীর আরও চার জায়গায় ছিনতাই করেছে। কল করে আমাদের কাছে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এটি হচ্ছে পাঁচ নাম্বার ঘটনা।

ভুক্তভোগীরা আরও জানান, আসিফের রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় জিডি না করে রাজধানীর একটি মেডিকেলে চিকিৎসা নেন। পরে সবাই গ্রামের বাড়ি চলে যান।

ঊষার আলো রিপোর্ট